Main pages

Surah The Elephant [Al-fil] in Bengali

Surah The Elephant [Al-fil] Ayah 5 Location Maccah Number 105

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ ﴿١﴾

আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?

জহুরুল হক

তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি?

أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍۢ ﴿٢﴾

তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?

জহুরুল হক

তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?

وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ﴿٣﴾

তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,

জহুরুল হক

আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল,

تَرْمِيهِم بِحِجَارَةٍۢ مِّن سِجِّيلٍۢ ﴿٤﴾

যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।

জহুরুল হক

যারা তাদের আছড়ে ছিল শক্ত-কঠিন পাথরের গায়ে;

فَجَعَلَهُمْ كَعَصْفٍۢ مَّأْكُولٍۭ ﴿٥﴾

অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।

জহুরুল হক

ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।