Main pages

Surah The mankind [An-Nas] in Bengali

Surah The mankind [An-Nas] Ayah 6 Location Maccah Number 114

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿١﴾

বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,

জহুরুল হক

তুমি বলে যাও -- ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --

مَلِكِ ٱلنَّاسِ ﴿٢﴾

মানুষের অধিপতির,

জহুরুল হক

''মানুষের মালিকের, --

إِلَٰهِ ٱلنَّاسِ ﴿٣﴾

মানুষের মা’বুদের

জহুরুল হক

''মানুষের উপাস্যের,

مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ ﴿٤﴾

তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,

জহুরুল হক

''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, --

ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ ﴿٥﴾

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

জহুরুল হক

''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,

مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ ﴿٦﴾

জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

জহুরুল হক

''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’