Main pages

Surah The morning star [At-Tariq] in Bengali

Surah The morning star [At-Tariq] Ayah 17 Location Maccah Number 86

وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ ﴿١﴾

শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।

জহুরুল হক

ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿٢﴾

আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?

জহুরুল হক

আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?

ٱلنَّجْمُ ٱلثَّاقِبُ ﴿٣﴾

সেটা এক উজ্জ্বল নক্ষত্র।

জহুরুল হক

একটি অত্যুজ্জ্বল নক্ষত্র।

إِن كُلُّ نَفْسٍۢ لَّمَّا عَلَيْهَا حَافِظٌۭ ﴿٤﴾

প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

জহুরুল হক

প্রত্যেক সার পক্ষেই -- তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।

فَلْيَنظُرِ ٱلْإِنسَٰنُ مِمَّ خُلِقَ ﴿٥﴾

অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।

জহুরুল হক

সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।

خُلِقَ مِن مَّآءٍۢ دَافِقٍۢ ﴿٦﴾

সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।

জহুরুল হক

তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে-স্খলিত পানি থেকে, --

يَخْرُجُ مِنۢ بَيْنِ ٱلصُّلْبِ وَٱلتَّرَآئِبِ ﴿٧﴾

এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।

জহুরুল হক

যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌۭ ﴿٨﴾

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।

জহুরুল হক

নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।

يَوْمَ تُبْلَى ٱلسَّرَآئِرُ ﴿٩﴾

যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,

জহুরুল হক

সেইদিন লুকোনো সব-কিছুকে প্রকাশ করা হবে;

فَمَا لَهُۥ مِن قُوَّةٍۢ وَلَا نَاصِرٍۢ ﴿١٠﴾

সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।

জহুরুল হক

তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।

وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلرَّجْعِ ﴿١١﴾

শপথ চক্রশীল আকাশের

জহুরুল হক

ভাবো বর্ষণোন্নুখ আকাশের কথা,

وَٱلْأَرْضِ ذَاتِ ٱلصَّدْعِ ﴿١٢﴾

এবং বিদারনশীল পৃথিবীর

জহুরুল হক

আর পৃথিবীর কথা যা বিদীর্ণ হয়।

إِنَّهُۥ لَقَوْلٌۭ فَصْلٌۭ ﴿١٣﴾

নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।

জহুরুল হক

নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য,

وَمَا هُوَ بِٱلْهَزْلِ ﴿١٤﴾

এবং এটা উপহাস নয়।

জহুরুল হক

আর এটি কোনো তামাশার জিনিস নয়।

إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًۭا ﴿١٥﴾

তারা ভীষণ চক্রান্ত করে,

জহুরুল হক

নিঃসন্দেহ তারা চাল চালছে,

وَأَكِيدُ كَيْدًۭا ﴿١٦﴾

আর আমিও কৌশল করি।

জহুরুল হক

আর আমিও পরিকল্পনা উদ্ভাবন করছি।

فَمَهِّلِ ٱلْكَٰفِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًۢا ﴿١٧﴾

অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।

জহুরুল হক

অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।