Main pages

Surah Solace [Al-Inshirah] in Bengali

Surah Solace [Al-Inshirah] Ayah 8 Location Maccah Number 94

أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾

আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?

জহুরুল হক

আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?

وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾

আমি লাঘব করেছি আপনার বোঝা,

জহুরুল হক

আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, --

ٱلَّذِىٓ أَنقَضَ ظَهْرَكَ ﴿٣﴾

যা ছিল আপনার জন্যে অতিশয় দুঃসহ।

জহুরুল হক

যা চেপে বসেছিল তোমার পিঠে;

وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿٤﴾

আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।

জহুরুল হক

আর আমরা তোমার জন্য উন্নত করেছি তোমার নামোল্লেখ।

فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ﴿٥﴾

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

জহুরুল হক

অতএব কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে,

إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ﴿٦﴾

নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।

জহুরুল হক

নিশ্চয় কষ্টের সঙ্গে আরাম রয়েছে।

فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ﴿٧﴾

অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।

জহুরুল হক

সুতরাং যখন তুমি মুক্ত হয়েছে তখন কঠোর পরিশ্রম করো,

وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ﴿٨﴾

এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।

জহুরুল হক

আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।