Setting
Surah Solace [Al-Inshirah] in Bengali
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾
আমি কি আপনার বক্ষ উম্মুক্ত করে দেইনি?
আমরা কি তোমার বক্ষ প্রশস্ত করে দিই নি?
وَوَضَعْنَا عَنكَ وِزْرَكَ ﴿٢﴾
আমি লাঘব করেছি আপনার বোঝা,
আর আমরা তোমার থেকে লাঘব করেছি তোমার ভার, --
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿٤﴾
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি।
আর আমরা তোমার জন্য উন্নত করেছি তোমার নামোল্লেখ।
فَإِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًا ﴿٥﴾
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
অতএব কষ্টের সঙ্গেই তো আরাম রয়েছে,
إِنَّ مَعَ ٱلْعُسْرِ يُسْرًۭا ﴿٦﴾
নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে।
নিশ্চয় কষ্টের সঙ্গে আরাম রয়েছে।
فَإِذَا فَرَغْتَ فَٱنصَبْ ﴿٧﴾
অতএব, যখন অবসর পান পরিশ্রম করুন।
সুতরাং যখন তুমি মুক্ত হয়েছে তখন কঠোর পরিশ্রম করো,
وَإِلَىٰ رَبِّكَ فَٱرْغَب ﴿٨﴾
এবং আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন।
আর তোমার প্রভুর প্রতি তবে একান্তভাবে মনোনিবেশ করো।