Main pages

Surah The Chargers [Al-Adiyat] in Bengali

Surah The Chargers [Al-Adiyat] Ayah 11 Location Maccah Number 100

وَٱلْعَٰدِيَٰتِ ضَبْحًۭا ﴿١﴾

ভাবো ঊর্ধ্বশ্বাসে ধাবমানদের কথা,

فَٱلْمُورِيَٰتِ قَدْحًۭا ﴿٢﴾

ফলে যারা আগুনের ফুলকি ছোড়ে আঘাতের ছোটে,

فَٱلْمُغِيرَٰتِ صُبْحًۭا ﴿٣﴾

আর যারা ভোরে অভিযান চালায়,

فَأَثَرْنَ بِهِۦ نَقْعًۭا ﴿٤﴾

আর তার ফলে যারা ধূলো উড়ায় --

فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾

তখন এর ফলে সৈন্যদলকে ভেদ করে যায়।

إِنَّ ٱلْإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌۭ ﴿٦﴾

মানুষ নিশ্চয়ই তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ,

وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌۭ ﴿٧﴾

আর সে আলবৎ এ বিষয়ে অবশ্য প্রত্যক্ষদশ।

وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾

আর নিঃসন্দেহ সে ধনসম্পদের মোহে দুরন্ত।

۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾

তবে কি সে জানে না যখন কবরগুলোয় যা আছে তা তোলা হবে,

وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾

এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে?

إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍۢ لَّخَبِيرٌۢ ﴿١١﴾

নিঃসন্দেহ তাদের প্রভু সেইদিন তাদের সন্বন্ধে সবিশেষে অবহিত থাকবেন।