Main pages

Surah The Calamity [Al-Qaria] in Bengali

Surah The Calamity [Al-Qaria] Ayah 11 Location Maccah Number 101

ٱلْقَارِعَةُ ﴿١﴾

মহাসংকট!

مَا ٱلْقَارِعَةُ ﴿٢﴾

কী সে মহাসংকট?

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْقَارِعَةُ ﴿٣﴾

হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?

يَوْمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلْفَرَاشِ ٱلْمَبْثُوثِ ﴿٤﴾

সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,

وَتَكُونُ ٱلْجِبَالُ كَٱلْعِهْنِ ٱلْمَنفُوشِ ﴿٥﴾

আর পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো।

فَأَمَّا مَن ثَقُلَتْ مَوَٰزِينُهُۥ ﴿٦﴾

সুতরাং তার ক্ষেত্রে যার পাল্লা ভারী হবে, --

فَهُوَ فِى عِيشَةٍۢ رَّاضِيَةٍۢ ﴿٧﴾

সে তো তখন হবে সন্তোষজনক জীবনযাপনে।

وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَٰزِينُهُۥ ﴿٨﴾

কিন্ত তার ক্ষেত্রে যার পাল্লা হবে হাল্কা --

فَأُمُّهُۥ هَاوِيَةٌۭ ﴿٩﴾

তার মাতা হবে হাবিয়াহ্‌।

وَمَآ أَدْرَىٰكَ مَا هِيَهْ ﴿١٠﴾

হায়, কি করে তোমাকে বোঝানো যাবে কী সেই!

نَارٌ حَامِيَةٌۢ ﴿١١﴾

জ্বলন্ত আগুন।