Setting
Surah Competition [At-Takathur] in Bengali
Surah Competition [At-Takathur] Ayah 8 Location Maccah Number 102
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মতিভ্রম ঘটায়, --
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾
যতক্ষণ না তোমরা কবরে আসো।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾
না! শীঘ্রই তোমরা জানতে পারবে!
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾
আবার বলি, -- না, শীঘ্রই তোমরা জানতে পারবে!
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾
না, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানে!
لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿٦﴾
তোমরা তো ভয়ংকর আগুন দেখবেই।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾
আবার বলি, তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে।
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾
এরপর সেইদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে অবদান সম্পর্কে।