Setting
Surah Alms Giving [Al-Maun] in Bengali
Surah Alms Giving [Al-Maun] Ayah 7 Location Maccah Number 107
أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾
তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?
فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ﴿٢﴾
সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣﴾
আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।
فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾
অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --
ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾
যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,
ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ﴿٦﴾
যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,
وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ﴿٧﴾
আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।