Main pages

Surah The Sundering, Splitting Open [Al-Inshiqaq] in Bengali

Surah The Sundering, Splitting Open [Al-Inshiqaq] Ayah 25 Location Maccah Number 84

إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتْ ﴿١﴾

যখন আকাশ খন্ডবিখন্ড হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾

আর তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে --

وَإِذَا ٱلْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾

আর যখন পৃথিবীকে সমতল করা হবে,

وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾

আর তার ভেতরে যা-কিছু রয়েছে তা নিক্ষেপ করবে এবং শূন্যগর্ভ হবে,

وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٥﴾

ফলে তার প্রভুর প্রতি উৎকর্ণ হবে এবং কর্তব্যরত হবে।

يَٰٓأَيُّهَا ٱلْإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدْحًۭا فَمُلَٰقِيهِ ﴿٦﴾

ওহে মানব! নিশ্চয় তোমার প্রভুর তরফে তোমাকে প্রচেষ্টা চালাতে হবে বিশেষ উদ্যমে, তাহলে তুমি তাঁর সাক্ষাৎ পাবে।

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ ﴿٧﴾

সুতরাং তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার ডান হাতে দেওয়া হবে,

فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًۭا يَسِيرًۭا ﴿٨﴾

তাকে তো তবে হিসেব চুকিয়ে দেওয়া হবে সহজ হিসেবনিকেশে,

وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهْلِهِۦ مَسْرُورًۭا ﴿٩﴾

আর সে তার স্বজনদের কাছে ফিরে যাবে খুশি হয়ে।

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهْرِهِۦ ﴿١٠﴾

আর তার ক্ষেত্রে যাকে তার নিবন্ধগ্রন্থ তার পিঠের পশ্চাৎ দিকে দেওয়া হবে,

فَسَوْفَ يَدْعُوا۟ ثُبُورًۭا ﴿١١﴾

সে তখনই ধ্বংসের জন্য আর্তনাদ করবে,

وَيَصْلَىٰ سَعِيرًا ﴿١٢﴾

আর জ্বলন্ত আগুনে প্রবেশ করবে।

إِنَّهُۥ كَانَ فِىٓ أَهْلِهِۦ مَسْرُورًا ﴿١٣﴾

নিঃসন্দেহ সে তার স্বজনদের মধ্যে ফুর্তিতে ছিল।

إِنَّهُۥ ظَنَّ أَن لَّن يَحُورَ ﴿١٤﴾

নিঃসন্দেহ সে ভেবেছিল যে সে কখনো ফিরে আসবে না।

بَلَىٰٓ إِنَّ رَبَّهُۥ كَانَ بِهِۦ بَصِيرًۭا ﴿١٥﴾

না, নিঃসন্দেহ তার প্রভু বরাবর তার প্রতি দৃষ্টিদাতা।

فَلَآ أُقْسِمُ بِٱلشَّفَقِ ﴿١٦﴾

কিন্ত না, আমি সাক্ষী করছি সূর্যাস্তের রক্তিমাভা,

وَٱلَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾

আর রাত্রিকে ও যা-কিছু তা তাড়িয়ে নেয়,

وَٱلْقَمَرِ إِذَا ٱتَّسَقَ ﴿١٨﴾

আর চন্দ্রকে যখন সে পূর্ণাঙ্গতা পায়,

لَتَرْكَبُنَّ طَبَقًا عَن طَبَقٍۢ ﴿١٩﴾

যেন তোমরা এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে পারো।

فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾

সুতরাং তাদের কী হয়েছে যে তারা ঈমান আনছে না,

وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ ٱلْقُرْءَانُ لَا يَسْجُدُونَ ۩ ﴿٢١﴾

আর যখন তাদের নিকট কুরআন পাঠ করা হয় তখন তারা সিজদা করে না?

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُكَذِّبُونَ ﴿٢٢﴾

পরন্তু যারা অবিশ্বাস করে তারা মিথ্যারোপ করে,

وَٱللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾

অথচ আল্লাহ্ ভালো জানেন যা তারা লুকোচ্ছে।

فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾

অতএব তাদের সুসংবাদ দাও মর্মন্তুদ শাস্তির,

إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّٰلِحَٰتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍۭ ﴿٢٥﴾

তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, -- তাদের জন্য রয়েছে এক নিরবচ্ছিন্ন প্রতিদান।