Setting
Surah The Sun [Ash-Shams] in Bengali
وَٱلشَّمْسِ وَضُحَىٰهَا ﴿١﴾
ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,
وَٱلْقَمَرِ إِذَا تَلَىٰهَا ﴿٢﴾
আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا ﴿٣﴾
আর দিনের কথা যখন সে তাকে উজ্জ্বলভাবে প্রকাশ করে,
وَٱلَّيْلِ إِذَا يَغْشَىٰهَا ﴿٤﴾
আর রাতের কথা যখন সে তাকে আচ্ছাদিত করে।
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا ﴿٥﴾
ভাবো মহাকাশের কথা ও যিনি তাকে বানিয়েছেন,
وَٱلْأَرْضِ وَمَا طَحَىٰهَا ﴿٦﴾
আর পৃথিবীর কথা ও যিনি তাকে প্রসারিত করেছেন,
وَنَفْسٍۢ وَمَا سَوَّىٰهَا ﴿٧﴾
আর মানবাত্মার কথা ও যিনি তাকে সুঠাম করেছেন,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَىٰهَا ﴿٨﴾
তারপর তাতে আবেগ সঞ্চার করেছেন তার মন্দ কাজের ও তার ধর্মপরায়ণতার।
قَدْ أَفْلَحَ مَن زَكَّىٰهَا ﴿٩﴾
সে-ই সফলতা অর্জন করবে যে তাকে শোধিত করবে;
وَقَدْ خَابَ مَن دَسَّىٰهَا ﴿١٠﴾
আর সে-ই ব্যর্থ হবে যে একে পঙ্গু করবে।
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَىٰهَآ ﴿١١﴾
ছামূদ জাতি তাদের অবাধ্যতা বশত মিথ্যা বলেছিল,
إِذِ ٱنۢبَعَثَ أَشْقَىٰهَا ﴿١٢﴾
যখন তাদের সব চাইতে ইতর লোকটি উঠে দাঁড়িয়েছিল, --
فَقَالَ لَهُمْ رَسُولُ ٱللَّهِ نَاقَةَ ٱللَّهِ وَسُقْيَٰهَا ﴿١٣﴾
তখন আল্লাহ্র রসূল তাদের বলেছিলেন -- ''আল্লাহ্র উষ্ট্রী, আর তার জলপানস্থল।’’
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنۢبِهِمْ فَسَوَّىٰهَا ﴿١٤﴾
কিন্ত তারা তাঁকে মিথ্যাবাদী বললো ও তাকে হত্যা করল, সেজন্য তাদের প্রভু তাদের পাপের জন্যে তাদের উপরে বিধ্বংসী আঘাত হানলেন, ফলে তাদের একসমান করে দিলেন;
وَلَا يَخَافُ عُقْبَٰهَا ﴿١٥﴾
আর তিনি এর পরিণামের জন্য ভয় করেন না।