Setting
Surah Competition [At-Takathur] in Bengali
أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾
প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,
প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মতিভ্রম ঘটায়, --
حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾
এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।
যতক্ষণ না তোমরা কবরে আসো।
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾
এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
না! শীঘ্রই তোমরা জানতে পারবে!
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾
অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।
আবার বলি, -- না, শীঘ্রই তোমরা জানতে পারবে!
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾
কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।
না, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানে!
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾
অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,
আবার বলি, তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে।
ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾
এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
এরপর সেইদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে অবদান সম্পর্কে।