Main pages

Surah Competition [At-Takathur] in Bengali

Surah Competition [At-Takathur] Ayah 8 Location Maccah Number 102

أَلْهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ ﴿١﴾

প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে,

জহুরুল হক

প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মতিভ্রম ঘটায়, --

حَتَّىٰ زُرْتُمُ ٱلْمَقَابِرَ ﴿٢﴾

এমনকি, তোমরা কবরস্থানে পৌছে যাও।

জহুরুল হক

যতক্ষণ না তোমরা কবরে আসো।

كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾

এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

জহুরুল হক

না! শীঘ্রই তোমরা জানতে পারবে!

ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾

অতঃপর এটা কখনও উচিত নয়। তোমরা সত্ত্বরই জেনে নেবে।

জহুরুল হক

আবার বলি, -- না, শীঘ্রই তোমরা জানতে পারবে!

كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ ٱلْيَقِينِ ﴿٥﴾

কখনই নয়; যদি তোমরা নিশ্চিত জানতে।

জহুরুল হক

না, যদি তোমরা জানতে নিশ্চিত জ্ঞানে!

لَتَرَوُنَّ ٱلْجَحِيمَ ﴿٦﴾

তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে,

জহুরুল হক

তোমরা তো ভয়ংকর আগুন দেখবেই।

ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ ٱلْيَقِينِ ﴿٧﴾

অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে,

জহুরুল হক

আবার বলি, তোমরা অবশ্যই এটি দেখবে নিশ্চিত দৃষ্টিতে।

ثُمَّ لَتُسْـَٔلُنَّ يَوْمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ ﴿٨﴾

এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।

জহুরুল হক

এরপর সেইদিন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে অবদান সম্পর্কে।