Main pages

Surah Alms Giving [Al-Maun] in Bengali

Surah Alms Giving [Al-Maun] Ayah 7 Location Maccah Number 107

أَرَءَيْتَ ٱلَّذِى يُكَذِّبُ بِٱلدِّينِ ﴿١﴾

আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?

জহুরুল হক

তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?

فَذَٰلِكَ ٱلَّذِى يَدُعُّ ٱلْيَتِيمَ ﴿٢﴾

সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়

জহুরুল হক

সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ ﴿٣﴾

এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।

জহুরুল হক

আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।

فَوَيْلٌۭ لِّلْمُصَلِّينَ ﴿٤﴾

অতএব দুর্ভোগ সেসব নামাযীর,

জহুরুল হক

অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --

ٱلَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾

যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;

জহুরুল হক

যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,

ٱلَّذِينَ هُمْ يُرَآءُونَ ﴿٦﴾

যারা তা লোক-দেখানোর জন্য করে

জহুরুল হক

যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,

وَيَمْنَعُونَ ٱلْمَاعُونَ ﴿٧﴾

এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।

জহুরুল হক

আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।