Settings
Surah The Elephant [Al-fil] in Bengali
أَلَمۡ تَرَ كَیۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَـٰبِ ٱلۡفِیلِ ﴿1﴾
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?
তুমি কি দেখো নি তোমার প্রভু কেমন করেছিলেন হস্তি-বাহিনীর প্রতি?
أَلَمۡ یَجۡعَلۡ كَیۡدَهُمۡ فِی تَضۡلِیلࣲ ﴿2﴾
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?
তাদের চক্রান্ত তিনি কি ব্যর্থতায় পর্যবসিত করেন নি?
وَأَرۡسَلَ عَلَیۡهِمۡ طَیۡرًا أَبَابِیلَ ﴿3﴾
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,
আর তাদের উপরে তিনি পাঠালেন ঝাঁকে ঝাঁকে পাখীর দল,
تَرۡمِیهِم بِحِجَارَةࣲ مِّن سِجِّیلࣲ ﴿4﴾
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।
যারা তাদের আছড়ে ছিল শক্ত-কঠিন পাথরের গায়ে;
فَجَعَلَهُمۡ كَعَصۡفࣲ مَّأۡكُولِۭ ﴿5﴾
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।
ফলে তিনি তাদের বানিয়ে দিলেন খেয়ে ফেলা খড়ের মতো।