Settings
Surah Alms Giving [Al-Maun] in Bengali
أَرَءَیۡتَ ٱلَّذِی یُكَذِّبُ بِٱلدِّینِ ﴿1﴾
আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?
তুমি কি তাকে দেখেছ যে ধর্মকর্মকে প্রত্যাখান করে?
فَذَ ٰلِكَ ٱلَّذِی یَدُعُّ ٱلۡیَتِیمَ ﴿2﴾
সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়
সে তো ঐ জন যে এতীমদের হাঁকিয়ে দেয়,
وَلَا یَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِینِ ﴿3﴾
এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।
আর গরীব-দুঃখীকে খাওয়ানোর ক্ষেত্রে উৎসাহ দেখায় না।
فَوَیۡلࣱ لِّلۡمُصَلِّینَ ﴿4﴾
অতএব দুর্ভোগ সেসব নামাযীর,
অতএব ধিক্ সেইসব নামায-পড়ুয়াদের প্রতি --
ٱلَّذِینَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ ﴿5﴾
যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;
যারা স্বয়ং তাদের নামায সন্বন্ধে উদাসীন,
ٱلَّذِینَ هُمۡ یُرَاۤءُونَ ﴿6﴾
যারা তা লোক-দেখানোর জন্য করে
যারা নিজেরাই হচ্ছে লোক-দেখিয়ে,
وَیَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ ﴿7﴾
এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অন্যকে দেয় না।
আর যারা নিষেধ করে সাহায্য-সহায়তাকরণ।
English
Chinese
Spanish
Portuguese
Russian
Japanese
French
German
Italian
Hindi
Korean
Indonesian
Bengali
Albanian
Bosnian
Dutch
Malayalam
Romanian