Settings
Surah The Disbelievers [Al-Kafiroon] in Bengali
لَاۤ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ ﴿2﴾
আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।
''আমি তাকে উপাসনা করি না যাকে তোমরা উপাসনা কর,
وَلَاۤ أَنتُمۡ عَـٰبِدُونَ مَاۤ أَعۡبُدُ ﴿3﴾
এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি
''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।
وَلَاۤ أَنَا۠ عَابِدࣱ مَّا عَبَدتُّمۡ ﴿4﴾
এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।
''আর আমিও তার উপাসনাকারী নই যাকে তোমরা উপাসনা কর।
وَلَاۤ أَنتُمۡ عَـٰبِدُونَ مَاۤ أَعۡبُدُ ﴿5﴾
তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।
''আর তোমরাও তাঁর উপাসনাকারী নও যাঁকে আমি উপাসনা করি।
لَكُمۡ دِینُكُمۡ وَلِیَ دِینِ ﴿6﴾
তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।
''তোমাদের জন্য তোমাদের ধর্মমত এবং আমার জন্য আমার ধর্মমত।’’