Settings
Surah The morning star [At-Tariq] in Bengali
وَٱلسَّمَاۤءِ وَٱلطَّارِقِ ﴿1﴾
শপথ আকাশের এবং রাত্রিতে আগমনকারীর।
ভাবো আকাশের ও রাতের আগন্তুকের কথা!
وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ ﴿2﴾
আপনি জানেন, যে রাত্রিতে আসে সেটা কি?
আর কী তোমাকে বুঝতে দেবে কে সেই রাতের আগন্তুক?
إِن كُلُّ نَفۡسࣲ لَّمَّا عَلَیۡهَا حَافِظࣱ ﴿4﴾
প্রত্যেকের উপর একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
প্রত্যেক সার পক্ষেই -- তার উপরে একজন তত্ত্বাবধায়ক রয়েছে।
فَلۡیَنظُرِ ٱلۡإِنسَـٰنُ مِمَّ خُلِقَ ﴿5﴾
অতএব, মানুষের দেখা উচিত কি বস্তু থেকে সে সৃজিত হয়েছে।
সুতরাং মানুষ ভেবে দেখুক কিসে থেকে তাকে সৃষ্টি করা হয়েছে।
خُلِقَ مِن مَّاۤءࣲ دَافِقࣲ ﴿6﴾
সে সৃজিত হয়েছে সবেগে স্খলিত পানি থেকে।
তাকে সৃষ্টি করা হয়েছে সবেগে-স্খলিত পানি থেকে, --
یَخۡرُجُ مِنۢ بَیۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَاۤىِٕبِ ﴿7﴾
এটা নির্গত হয় মেরুদন্ড ও বক্ষপাজরের মধ্য থেকে।
যা নির্গত হয় মেরুদন্ড ও বুকের পাঁজরের মধ্য হতে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرࣱ ﴿8﴾
নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে নিতে সক্ষম।
নিঃসন্দেহ তিনি তার প্রত্যাবর্তনে অবশ্যই ক্ষমতাবান।
یَوۡمَ تُبۡلَى ٱلسَّرَاۤىِٕرُ ﴿9﴾
যেদিন গোপন বিষয়াদি পরীক্ষিত হবে,
সেইদিন লুকোনো সব-কিছুকে প্রকাশ করা হবে;
فَمَا لَهُۥ مِن قُوَّةࣲ وَلَا نَاصِرࣲ ﴿10﴾
সেদিন তার কোন শক্তি থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
তখন তার থাকবে না কোনো ক্ষমতা ও না কোনো সাহায্যকারী।
إِنَّهُۥ لَقَوۡلࣱ فَصۡلࣱ ﴿13﴾
নিশ্চয় কোরআন সত্য-মিথ্যার ফয়সালা।
নিঃসন্দেহ এটি সুমীমাংসাকারী বক্তব্য,
فَمَهِّلِ ٱلۡكَـٰفِرِینَ أَمۡهِلۡهُمۡ رُوَیۡدَۢا ﴿17﴾
অতএব, কাফেরদেরকে অবকাশ দিন, তাদেরকে অবকাশ দিন, কিছু দিনের জন্যে।
অতএব তুমি অবিশ্বাসীদের অবকাশ দাও, তাদের অবকাশ দাও কিছুটা সময়।
English
Chinese
Spanish
Portuguese
Russian
Japanese
French
German
Italian
Hindi
Korean
Indonesian
Bengali
Albanian
Bosnian
Dutch
Malayalam
Romanian