Settings
Surah The Calamity [Al-Qaria] in Bengali
ٱلۡقَارِعَةُ ﴿1﴾
মহাসংকট!
مَا ٱلۡقَارِعَةُ ﴿2﴾
কী সে মহাসংকট?
وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ ﴿3﴾
হায়, কিভাবে তোমাকে বোঝানো যাবে সেই মহাসংকট কি?
یَوۡمَ یَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ ﴿4﴾
সেইদিন মানুষরা হবে বিক্ষিপ্ত পঙ্গপালের মতো,
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ ﴿5﴾
আর পাহাড়গুলো হয়ে যাবে ধোনা পশমের মতো।
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَ ٰزِینُهُۥ ﴿6﴾
সুতরাং তার ক্ষেত্রে যার পাল্লা ভারী হবে, --
فَهُوَ فِی عِیشَةࣲ رَّاضِیَةࣲ ﴿7﴾
সে তো তখন হবে সন্তোষজনক জীবনযাপনে।
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَ ٰزِینُهُۥ ﴿8﴾
কিন্ত তার ক্ষেত্রে যার পাল্লা হবে হাল্কা --
فَأُمُّهُۥ هَاوِیَةࣱ ﴿9﴾
তার মাতা হবে হাবিয়াহ্।
وَمَاۤ أَدۡرَىٰكَ مَا هِیَهۡ ﴿10﴾
হায়, কি করে তোমাকে বোঝানো যাবে কী সেই!
نَارٌ حَامِیَةُۢ ﴿11﴾
জ্বলন্ত আগুন।