Main pages

Surah The Traducer [Al-Humaza] in Bengali

Surah The Traducer [Al-Humaza] Ayah 9 Location Makkah Number 104

وَیۡلࣱ لِّكُلِّ هُمَزَةࣲ لُّمَزَةٍ ﴿1﴾

ধিক্ প্রত্যেক নিন্দাকারী কুৎসারটনাকারীর প্রতি,

ٱلَّذِی جَمَعَ مَالࣰا وَعَدَّدَهُۥ ﴿2﴾

যে ধনসম্পদ জমা করছে এবং তা গুনছে,

یَحۡسَبُ أَنَّ مَالَهُۥۤ أَخۡلَدَهُۥ ﴿3﴾

সে ভাবছে যে তার ধনসম্পত্তি তাকে অমর করবে।

كَلَّاۖ لَیُنۢبَذَنَّ فِی ٱلۡحُطَمَةِ ﴿4﴾

কখনো না! তাকে অবশ্যই নিক্ষেপ করা হবে সর্বনাশা দুর্ঘটনায়।

وَمَاۤ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ ﴿5﴾

আর কিসে তোমাকে বোঝানো যাবে সেই হুতামাহ্ কি?

نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ ﴿6﴾

তা আল্লাহ্‌র হুতাশন, প্রজ্জ্বলিত রয়েছে --

ٱلَّتِی تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ ﴿7﴾

যা উদিত হয়েছে হৃদয়ের উপরে।

إِنَّهَا عَلَیۡهِم مُّؤۡصَدَةࣱ ﴿8﴾

নিঃসন্দেহ এটি হচ্ছে তাদের চারপাশে এক বেড়া --

فِی عَمَدࣲ مُّمَدَّدَةِۭ ﴿9﴾

সারিসারি খুটিরঁ ভেতরে।