Settings
Surah The Flame [Al-Masadd] in Bengali
Surah The Flame [Al-Masadd] Ayah 5 Location Maccah Number 111
تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍۢ وَتَبَّ ﴿1﴾
ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক!
مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ ﴿2﴾
তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না।
سَيَصْلَىٰ نَارًۭا ذَاتَ لَهَبٍۢ ﴿3﴾
তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে --
وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ ﴿4﴾
আর তার স্ত্রীকেও, -- ইন্ধন বহনকারিণী --
فِى جِيدِهَا حَبْلٌۭ مِّن مَّسَدٍۭ ﴿5﴾
তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।