Main pages

Surah The day break [Al-Falaq] in Bengali

Surah The day break [Al-Falaq] Ayah 5 Location Makkah Number 113

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ ﴿1﴾

তুমি বলো -- ''আমি আশ্রয় চাইছি নিশিভোরের প্রভুর কাছে, --

مِن شَرِّ مَا خَلَقَ ﴿2﴾

''তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿3﴾

''আর অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা আচ্ছন্ন করে ফেলে,

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ ﴿4﴾

''আর গাঁথনিতে ফুৎকারিণীদের অনিষ্ট থেকে,

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿5﴾

''আর হিংসাকারীর অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’’