Settings
Surah The mankind [An-Nas] in Bengali
Surah The mankind [An-Nas] Ayah 6 Location Makkah Number 114
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ ﴿1﴾
তুমি বলে যাও -- ''আমি আশ্রয় চাইছি মানুষের প্রভুর কাছে, --
مَلِكِ ٱلنَّاسِ ﴿2﴾
''মানুষের মালিকের, --
إِلَـٰهِ ٱلنَّاسِ ﴿3﴾
''মানুষের উপাস্যের,
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ ﴿4﴾
''গোপনে আনাগোনাকারীর কুমন্ত্রণার অনিষ্ট থেকে, --
ٱلَّذِی یُوَسۡوِسُ فِی صُدُورِ ٱلنَّاسِ ﴿5﴾
''যে মানুষের বুকের ভেতরে কুমন্ত্রণা দেয়,
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ ﴿6﴾
''জিনের অথবা মানুষের মধ্যে থেকে।’’