Settings
Surah The Cleaving [AL-Infitar] in Bengali
إِذَا ٱلسَّمَاۤءُ ٱنفَطَرَتۡ ﴿1﴾
যখন আকাশ বিদীর্ণ হবে,
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ ﴿2﴾
আর যখন নক্ষত্রসব বিক্ষিপ্ত হবে,
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ ﴿3﴾
আর যখন সমুদ্রগুলো উচ্ছলিত হবে,
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ ﴿4﴾
আর যখন কবরগুলো উন্মোচিত হবে, --
عَلِمَتۡ نَفۡسࣱ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ ﴿5﴾
তখন প্রত্যেকেই জানতে পারবে সে কী আগ-বাড়িয়েছে, আর কী সে পেছনে ফেলে রেখেছে।
یَـٰۤأَیُّهَا ٱلۡإِنسَـٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِیمِ ﴿6﴾
ওহে মানব! কিসে তোমাকে ভুলিয়েছে তোমার মহানুভব প্রভুসন্বন্ধে --
ٱلَّذِی خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ ﴿7﴾
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তারপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসমঞ্জস করেছেন, --
فِیۤ أَیِّ صُورَةࣲ مَّا شَاۤءَ رَكَّبَكَ ﴿8﴾
যে আকৃতিতে তিনি চেয়েছেন সেইভাবে তিনি তোমাকে গঠন করেছেন?
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّینِ ﴿9﴾
না, তোমরা বরং সদ্বিচারকেই মিথ্যারোপ করছ।
وَإِنَّ عَلَیۡكُمۡ لَحَـٰفِظِینَ ﴿10﴾
অথচ তোমাদের উপরে নিশ্চয়ই তত্ত্বাবধায়ক রয়েছে, --
كِرَامࣰا كَـٰتِبِینَ ﴿11﴾
সম্মানিত লিপিকারগণ,
یَعۡلَمُونَ مَا تَفۡعَلُونَ ﴿12﴾
তারা জানে তোমরা যা-কিছু কর।
إِنَّ ٱلۡأَبۡرَارَ لَفِی نَعِیمࣲ ﴿13﴾
ধার্মিকরা নিশ্চয় থাকবে আনন্দেরই মাঝে,
وَإِنَّ ٱلۡفُجَّارَ لَفِی جَحِیمࣲ ﴿14﴾
আর পাপাচারীরা আলবৎ থাকবে ভয়ংকর আগুনে, --
یَصۡلَوۡنَهَا یَوۡمَ ٱلدِّینِ ﴿15﴾
তারা এতে প্রবেশ করবে বিচারের দিনে
وَمَا هُمۡ عَنۡهَا بِغَاۤىِٕبِینَ ﴿16﴾
আর তারা এর থেকে গরহাজির থাকতে পারবে না।
وَمَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ ﴿17﴾
আর কিসে তোমাকে বুঝতে দেবে কী সেই বিচারের দিন?
ثُمَّ مَاۤ أَدۡرَىٰكَ مَا یَوۡمُ ٱلدِّینِ ﴿18﴾
পুনরায় কিসে তোমাকে বোঝানো যাবে বিচারের দিন কি?
یَوۡمَ لَا تَمۡلِكُ نَفۡسࣱ لِّنَفۡسࣲ شَیۡـࣰٔاۖ وَٱلۡأَمۡرُ یَوۡمَىِٕذࣲ لِّلَّهِ ﴿19﴾
এ সেইদিন যেদিন কোনো সত্ত্বা কোনো আত্মার জন্যে কোনো-কিছু করার সামর্থ্য রাখবে না। আর কর্তৃত্ব সেইদিন হবে আল্লাহ্রই।