Settings
Surah The Most High [Al-Ala] in Bengali
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى ﴿1﴾
মহিমা ঘোষণা করো তোমার সর্বোন্নত প্রভুর নামের, --
ٱلَّذِی خَلَقَ فَسَوَّىٰ ﴿2﴾
যিনি সৃষ্টি করেন, তারপর সুঠাম করেন,
وَٱلَّذِی قَدَّرَ فَهَدَىٰ ﴿3﴾
আর যিনি সুসমঞ্জস করেন, তারপর পথ দেখিয়ে নেন,
وَٱلَّذِیۤ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ ﴿4﴾
আর যিনি তৃণলতা উদ্গত করেন,
فَجَعَلَهُۥ غُثَاۤءً أَحۡوَىٰ ﴿5﴾
তারপর তাকে শুকিয়ে পাঁশুটে বানিয়ে ফেলেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰۤ ﴿6﴾
আমরা যথাশীঘ্র তোমাকে পড়াবো, ফলে তুমি ভুলবে না, --
إِلَّا مَا شَاۤءَ ٱللَّهُۚ إِنَّهُۥ یَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا یَخۡفَىٰ ﴿7﴾
শুধু যা-কিছু আল্লাহ্ ইচ্ছা করেন তা ব্যতীত। নিশ্চয় তিনি জানেন প্রকাশ্য এবং যা গুপ্ত রয়েছে।
وَنُیَسِّرُكَ لِلۡیُسۡرَىٰ ﴿8﴾
আর আমরা তোমার জন্য সহজ করে দেব সহজকরনের জন্য।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ ﴿9﴾
অতএব তুমি স্মরণ করিয়ে চলোচ নিশ্চয় স্মরণ করানোতে সুফল রয়েছে।
سَیَذَّكَّرُ مَن یَخۡشَىٰ ﴿10﴾
যে ভয় করে সে যথাসত্বর উপদেশ গ্রহণ করবে,
وَیَتَجَنَّبُهَا ٱلۡأَشۡقَى ﴿11﴾
কিন্ত এটি এড়িয়ে চলবে নেহাত দুশ্চরিত্র, --
ٱلَّذِی یَصۡلَى ٱلنَّارَ ٱلۡكُبۡرَىٰ ﴿12﴾
যে বিরাট আগুনে ঢোকে পড়বে,
ثُمَّ لَا یَمُوتُ فِیهَا وَلَا یَحۡیَىٰ ﴿13﴾
তখন সে সেখানে মরবে না, আর বাঁচবেও না।
قَدۡ أَفۡلَحَ مَن تَزَكَّىٰ ﴿14﴾
সে-ই যথার্থ সফলকাম হবে যে নিজেকে পবিত্র করেছে,
وَذَكَرَ ٱسۡمَ رَبِّهِۦ فَصَلَّىٰ ﴿15﴾
এবং তার প্রভুর নাম স্মরণ করে, আর নামায পড়ে।
بَلۡ تُؤۡثِرُونَ ٱلۡحَیَوٰةَ ٱلدُّنۡیَا ﴿16﴾
না, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও,
وَٱلۡـَٔاخِرَةُ خَیۡرࣱ وَأَبۡقَىٰۤ ﴿17﴾
অথচ পরকালই বেশি ভাল ও দীর্ঘস্থায়ী।
إِنَّ هَـٰذَا لَفِی ٱلصُّحُفِ ٱلۡأُولَىٰ ﴿18﴾
নিঃসন্দেহ এইসব আছে পূর্ববর্তী ধর্মগ্রন্থে --
صُحُفِ إِبۡرَ ٰهِیمَ وَمُوسَىٰ ﴿19﴾
ইব্রাহীম ও মূসার ধর্মগ্রন্থে।
English
Chinese
Spanish
Portuguese
Russian
Japanese
French
German
Italian
Hindi
Korean
Indonesian
Bengali
Albanian
Bosnian
Dutch
Malayalam
Romanian