Main pages

Surah The Fig [At-Tin] in Bengali

Surah The Fig [At-Tin] Ayah 8 Location Makkah Number 95

وَٱلتِّینِ وَٱلزَّیۡتُونِ ﴿1﴾

ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;

وَطُورِ سِینِینَ ﴿2﴾

আর সিনাই পর্বতের কথা,

وَهَـٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِینِ ﴿3﴾

আর এই নিরাপদ নগরের কথা!

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ فِیۤ أَحۡسَنِ تَقۡوِیمࣲ ﴿4﴾

সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ-সুন্দর আকৃতিতে।

ثُمَّ رَدَدۡنَـٰهُ أَسۡفَلَ سَـٰفِلِینَ ﴿5﴾

তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, --

إِلَّا ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَیۡرُ مَمۡنُونࣲ ﴿6﴾

তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা-বিরতিবিহীন প্রতিদান।

فَمَا یُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّینِ ﴿7﴾

তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?

أَلَیۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَـٰكِمِینَ ﴿8﴾

আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?