Main pages

Surah The earthquake [Al-Zalzala] in Bengali

Surah The earthquake [Al-Zalzala] Ayah 8 Location Madinah Number 99

إِذَا زُلْزِلَتِ ٱلْأَرْضُ زِلْزَالَهَا ﴿1﴾

পৃথিবী যখন কম্পিত হবে আপন কম্পনে,

وَأَخْرَجَتِ ٱلْأَرْضُ أَثْقَالَهَا ﴿2﴾

আর পৃথিবী বের করে দেবে তার বোঝাগুলা,

وَقَالَ ٱلْإِنسَٰنُ مَا لَهَا ﴿3﴾

আর মানুষ বলবে -- ''এর কী হল?’’

يَوْمَئِذٍۢ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿4﴾

সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো,

بِأَنَّ رَبَّكَ أَوْحَىٰ لَهَا ﴿5﴾

যেন তোমার প্রভু তাকে প্রেরণা দিয়েছেন।

يَوْمَئِذٍۢ يَصْدُرُ ٱلنَّاسُ أَشْتَاتًۭا لِّيُرَوْا۟ أَعْمَٰلَهُمْ ﴿6﴾

সেইদিন মানুষেরা দলে-দলে বেরিয়ে পড়বে যেন তাদের দেখানো যেতে পারে তাদের ক্রিয়াকলাপ।

فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًۭا يَرَهُۥ ﴿7﴾

তখন যে কেউ এক অণু-পরিমাণ সৎকাজ করেছে সে তা দেখতে পাবে;

وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍۢ شَرًّۭا يَرَهُۥ ﴿8﴾

আর যে কেউ এক অণু-পরিমাণ মন্দকাজ করেছে সেও তা দেখতে পাবে।