Main pages

Surah The Fig [At-Tin] in Bengali

Surah The Fig [At-Tin] Ayah 8 Location Makkah Number 95

وَٱلتِّینِ وَٱلزَّیۡتُونِ ﴿1﴾

শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

জহুরুল হক

ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;

وَطُورِ سِینِینَ ﴿2﴾

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

জহুরুল হক

আর সিনাই পর্বতের কথা,

وَهَـٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِینِ ﴿3﴾

এবং এই নিরাপদ নগরীর।

জহুরুল হক

আর এই নিরাপদ নগরের কথা!

لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَـٰنَ فِیۤ أَحۡسَنِ تَقۡوِیمࣲ ﴿4﴾

আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতর অবয়বে।

জহুরুল হক

সুনিশ্চয় আমরা মানুষকে সৃষ্টি করেছি শ্রেষ্ঠ-সুন্দর আকৃতিতে।

ثُمَّ رَدَدۡنَـٰهُ أَسۡفَلَ سَـٰفِلِینَ ﴿5﴾

অতঃপর তাকে ফিরিয়ে দিয়েছি নীচ থেকে নীচে।

জহুরুল হক

তারপর আমরা তাকে পরিণত করি হীনদের মধ্যে হীনতমে, --

إِلَّا ٱلَّذِینَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَیۡرُ مَمۡنُونࣲ ﴿6﴾

কিন্তু যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে, তাদের জন্যে রয়েছে অশেষ পুরস্কার।

জহুরুল হক

তারা ব্যতীত যারা ঈমান এনেছে ও সৎকাজ করছে, তাদের জন্য তবে রয়েছে বাধা-বিরতিবিহীন প্রতিদান।

فَمَا یُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّینِ ﴿7﴾

অতঃপর কেন তুমি অবিশ্বাস করছ কেয়ামতকে?

জহুরুল হক

তবে কী যা এরপরে তোমাকে বিচারসন্বন্ধে মিথ্যারোপ করতে দেয়?

أَلَیۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَـٰكِمِینَ ﴿8﴾

আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?

জহুরুল হক

আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?